মারুফ রায়হান, মাগুরা
চিকিৎসা পেশা একটি মহান পেশা। মানবতার কল্যাণে মানুষকে সেবা দেওয়া এদের পরম ধর্ম। সেই সেবার নামে শরিফুল ইসলাম চিকিৎসক সেজে মাগুরার সাধারণ মানুষের কাছ থেকে অর্শ, বাওসি, প্যারালাইসিস, ডায়াবেটিস, পাইলস, কিডনি, হাঁপানিসহ প্রায় সকল রোগের চিকিৎসার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতারণা শিকার মাগুরা পৌরসভার পারনার্ন্দুয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ গোলাম রসুল জানান, তার কাছ থেকে চিকিৎসার কথা বলে মোটা অংকের টাকা নিয়েছে কিন্তু চিকিৎসা প্রদান করেনি। এবং গোলাম রসুলের পরিচিত এক আত্মীয়র কাছ থেকে প্যারালাইসিস এর চিকিৎসা করার জন্য মোটা অংকের টাকা নিয়ে চিকিৎসা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
আরেকজন ভুক্তভোগী মাগুরা শহরতলীর বরুনাতৈল এলাকার শাহিনা আক্তার জানান, আমি পাইলস রোগের চিকিৎসার জন্য নিজের বসতবাড়ির গাছ বিক্রি করে ডাক্তার শরিফুলকে টাকা দেই। তিনি ‘মানিব্যাগ গ্যারান্টিতে’ এক মাসের চুক্তিতে তাকে ওষুধ দেওয়ার কথা বলে প্রথমে ১ বার ওষুধ দিয়েছে। পরবর্তীতে সময়মতো ওষুধ না দিয়ে ফোন রিসিভ করে না। নানা রকম প্রতারণা করে চলেছে। এখন আমার অবস্থা গুরুতর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি ডা. শফিউর রহমান বলেছেন যত দ্রুত সম্ভব অপারেশন করাতে। কিন্তু অপারেশনের মাধ্যমে পাইলসের চিকিৎসা করানোর মতো টাকাও আমার কাছে নেই।
গত তিন চার মাস আগে মাগুরা শহরের এম আর রোডে অবস্থিত আলম কমপ্লেক্সের বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারে তার প্রতারণা কৌশল বাড়ানোর জন্য একটি চেম্বার নিয়ে রোগী দেখা শুরু করেন। সেখানেও প্রতারণা করতে গিয়ে চেম্বারে রোগীর স্বজনদের সাথে আলম কমপ্লেক্সের বাড়ির মালিকের ছেলে জিহাদের সাথে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বিষয়টি সমাধানের চেষ্টা করেন।
বসুন্ধরা ডায়াগনস্টিকের চেম্বার থেকে প্রতারিত হয়ে বর্তমানে সে শহরতলীর পারনান্দুয়ালী বাস টার্মিনালের পশ্চিম পাশে মজুমদার ফার্মেসিতে মাঝে মধ্যে বসে প্রতারণার নতুন জায়গা বেছে নিয়েছে। মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিককে দেখে নেবেন বলে হুঁশিয়ারি দেন।
মাগুরায় শরিফুল ইসলামের বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ
৩১ Views