মাগুরা প্রতিনিধি
মাগুরায় ২য় স্ত্রীর ছুরিকাঘাতে লাভলু দাস (২৮) নামের এক নরসুন্দর স্বামী নিহত হয়েছেন। রোববার সকালে মাগুরা পৌরসভার সাহাপাড়ার ভাড়া বাসায় ২য় স্ত্রী স্মৃতি দাসের ছুরিকাঘাতের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লাভলু দাস শহরের নিজনান্দুয়ালি গ্রামের বাসিন্দা।
প্রথম স্ত্রীকে না জানিয়ে তার আপন খালাতো বোন স্মৃতি দাসকে বিয়ে করে শহরের সাহাপাড়ায় বসিরের বাড়িতে ভাড়া থাকতেন লাভলু দাস। ঘটনার দিন সকালে বাড়িওয়ালার ফোন পেয়ে নিহতের আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ২য় স্ত্রী অভিযুক্ত স্মৃতি দাস আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি আছে।
এ বিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ সেকেন্দার আলী জানান, অভিযোগ পেলে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
