নিজস্ব প্রতিবেদক
মাগুরার চাঞ্চল্যকর অটোরিকশা চালক জাহিদুল ইসলাম হত্যার মূল আসামি জোনাব আলী ফকির (৫০) কে গ্রেফতার করেছেন র্যাব ৬ যশোরের সদস্যরা। গত ৩১ ডিসেম্বর জাহিদুল ইসলাম তার নিজের ইজিবাইক নিয়ে বাড়ি ফেরার পথে পাকা কাঞ্চনপুর মসজিদের সামনে আসামীরা পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ীভাবে পিটিয়ে ও কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । এ ঘটনায় জাহিদুলের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আটকের বিষয়ে র্যাব ৬ যশোরের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান জানান, ঘটনার পর থেকেই র্যাবের একটি আভিযানিক দল আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা বাগুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের মূল আসামি জোনাব আলী ফকিরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যার সাথে তার সংশিষ্টতার কথা স্বীকার করেছে । পরবর্তীতে তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: লাউজানিতে সেই ডিভাইডারে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিচ্ছেন জেলা প্রশাসক

 
									 
					