নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে মাগুরা জেলায় যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হোসেনকে আটক করেছে। নাজমুল ঝিকরগাছা উপজেলার পারবাজার গ্রামের মকবুল হোসেনের ছেলে। এছাড়াও নাজমুলের নামে একই জেলায় আরো নারী নির্যাতন মামলা বিচারাধীন রয়েছে।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, নাজমুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মাগুরা জেলায় যৌতুক মামলায় নাজমুলের দুই বছরের সাজা হয়। এ ছাড়াও একই জেলায় নাজমুলের নামে নারী নির্যাতন মামলা বিচারাধীন রয়েছে। ২৪ মার্চ নাজমুল বাড়ি আসে। এ খবর পেয়ে ঝিকরগাছা থানার এস আই আব্দুল্লাহ আল মামুন ও এস আই দেবব্রত ঘোষ ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করে।