মাগুরা প্রতিনিধি
প্রতিদিনের মতো কাজ শেষে আর বাড়ি ফেরা হলো না এনজিও কর্মী লুবনা আক্তার ববির। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র দুমড়ে-মুচড়ে তার মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও সাত মাহেন্দ্রযাত্রী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ববি ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকার লোকমান শেখের মেয়ে। তিনি মাগুরার পারনান্দুয়ালী ব্র্যাক অফিসে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন।
মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল জানান, মাগুরার ভায়না মোড় থেকে যাত্রী নিয়ে ঝিনাইদহে যাচ্ছিল একটি মহেন্দ্র। পথে ওই এলাকায় মাগুরাগামী দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক এনজিও কর্মী লুবনা আক্তার ববিকে মৃত ঘোষণা করেন।
এ সময় গুরুতর আহত সাতজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহেন্দ্রকে ধাক্কা দেয় ওই ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।