নিজস্ব প্রতিবেদক
বুধবার রাতের বৃষ্টিতে যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের বৃহস্পতিবারের ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওই বৃষ্টিতে শুক্রবারের ম্যাচও পুরো ৪০ ওভার সম্পন্ন করা সম্ভব হয়নি। এদিন ম্যাচ হয় ২৮ ওভারের। শুক্রবার গভীর রাতে আবার বৃষ্টি হয়। এই বৃষ্টিতে আবারও মাঠে পানি জমে যায়। তাই শনিবার সকালে মাঠে ক্রিকেট খেলার অনুপযোগী হয়ে পড়ে। কিন্তু দুই দলের খেলোয়াড়রা ব্যাট-বলে লড়াইয়ে মাঠে নামার উদগ্রীব ছিলেন। এজন্য মাঠকর্মীদের সাথে জমে থাকা পানি সরাতে মাঠে নেমে পড়েন খেলোয়াড়রা। খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমে শেষ পর্যন্ত দুপুর ২টায় বল মাঠে গড়ায়।
কার্টেল ওভারের এই ম্যাচে জয় পেয়েছে উপশহর ইয়থ ক্লাব। উত্তেজনা পূর্ণ ম্যাচে তারা শেষ বলে ৩ উইকেটের জয় পায়। তাদের কাছে পরাজিত হয়েছে দি নিউ স্টার ক্লাব।
১৫ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে উপশহর ইয়থ ক্লাবের অধিনায়ক রিয়াদ তুহিন প্রতিপক্ষ দি নিউ স্টার ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নিউ স্টার ৬ উইকেট হারিয়ে ১০০ রান করে। ব্যাট হাতে রুবেল ১৫ বলে এক ছয়ে ১৬, রায়হান আবির ২৩ বলে ৩চারে ২৪, বাবু ২০ বলে ৩ চারে ২৪, নাসির ১১ বলে ২ছয়ে ১৮ রান করেন। বল হাতে উপশহর ইয়থের সুমন ১৩ রানে ৩টি, জনি ২০ রানে ২টি ও রিয়াদ একটি উইকেট দখল করে।
জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে চার মেরে দলের নিশ্চিত করেন অভিজ্ঞ ব্যাটার শিমুল। শিমুল শেষ পর্যন্ত ৮ রানে অপরাজিত ছিলেন। অপর অপরাজিত ব্যাটার আরমান ১১ বলে করেন ৯ রান। এই দুজনের রিজভী ১৮ বলে ৫টি চার ও এক ছয়ে ৩০, রিয়াদ ২১ বলে এক চারে ১৪, রয়েল ১০ বলে এক চারে ১৩ রান করেন।
নিউ স্টার ক্লাবের আরিফ ১৩ রানে ৩টি, গালিব ও রায়হান আবির ১টি করে উইকেট দখল করেন।