নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদের হাটের ৫ দিন ব্যাপি কর্মসূচির দ্বিতীয় দিনে চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। শনিবার বেলা ১১ টায় যশোর জেলা শিল্পকলা একাডেমির আর্টগ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
এসময় উপস্থিত ছিলেন চাঁদের হাটের একুশে উদযাপন পর্ষদের সদস্য সচিব ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদা বানু শিল্পী, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু প্রমুখ। প্রদর্শনীতে আয়োজনের প্রথম দিনে আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী ২১ জন চিত্রশিল্পীর আঁকা ছবি বিক্রি ও প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ও বিকাল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলছে।
১ Comment
Pingback: এমপি’র মায়ের নামে নামকরণে জমিদাতা পরিবারের আপত্তি