নিজস্ব প্রতিবেদক
যশোরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। সভায় দিবসটি পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ জোহর মসজিদে মিলাদ-দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান।
এছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সভা থেকে মার্চের প্রথম সপ্তাহে বই মেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে একটি কমিটিও গঠন করা হয় সভায়। এছাড়াও দিবসের প্রথম প্রহরে শৃঙ্খলা রক্ষার সার্থে জেলার কেন্দ্রীয় শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পনে আসা প্রতিটা প্রতিষ্ঠানের নেতৃত্বের সর্বচ্চো দুইজন ব্যক্তির নাম প্রচার করা হবে। এছাড়া শহিদ বেদিতে প্রবেশপথ দুটি রাখার প্রস্তাবনা রাখা হয়। একটি দিয়ে প্রবেশ করে; অন্য প্রবেশমুখ দিয়ে শ্রদ্ধা জানিয়ে স্থান ত্যাগ করার সিন্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খাঁন পলাশ, সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের প্রকাশক ও সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, সহকারি তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, পুনশ্চ’র সাধারণ সম্পাদক পান্না লালদে, উদীচী যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ নওয়াজ, যশোর সাহিত্য পরিষদের সহসভাপতি রিমন খানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।