কল্যাণ ডেস্ক
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে উপনির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। একতারা প্রতীকে তিনি পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। এই আসনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আজ রাত সোয়া ৮টার দিকে বগুড়ার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বধুবার নির্বাচনে দুই উপজেলার ১১২টি কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনার সময় প্রথম দিকে এগিয়ে ছিলেন হিরো আলম। লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ৮৩৪ ভোটে হেরে যান তিনি।
জেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১১২টি।