নিজস্ব প্রতিবেদক
যশোরে আব্দুল লতিফ (৫৩) ও শরিফুল ইসলাম (৩৮) নামে দুইজন গাঁজাসহ আটক হয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, যশোর-এর একটি মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৮ মে) মনিরামপুর থানার রোহিতা ইউনিয়নের কাশিমপুর এবং মাছনা খানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ কেজি ১শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক আব্দুল লতিফ কাশিমপুর গ্রামের বাসিন্দা এবং শরিফুল ইসলাম মাছনা খানপুর এলাকার।
অভিযান শেষে উপপরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে আব্দুল লতিফের বিরুদ্ধে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। অন্যদিকে, মোবাইল কোর্টের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম শরিফুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- ও ১ হাজার টাকা অর্থদ- প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আসলাম হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।