নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদক, বাল্যবিয়ে ও ধর্ষণকে লাল কার্ড এবং দেশ প্রেম, মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করেছে স্কুল শিক্ষার্থীরা। সোমবার যশোর কালেক্টরেট স্কুলে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এক অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থী এ কার্ড প্রদর্শন করেন।
পরে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা রোধে শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের কাছে প্রশ্ন করেন। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে অতিথিরা পরামর্শ দেন। এ সময় একজন শিক্ষার্থী প্রশ্ন করেন, শিশু ধর্ষণ ও কিশোর গ্যাং রোধ করার উপায় কি?
উত্তরে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন বলেন, আমাদের সমাজে শিশু ধর্ষণ ও কিশোর গ্যাং প্রতিরোধ একটি বড় চ্যালেঞ্জ। পারিবারিক অসচেতনতা এর মূল কারণ। শিশু ধর্ষণ ও কিশোর গ্যাং রুখতে হলে পরিবার থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
তিনি আরও বলেন, অভিভাবকদের খেয়াল রাখতে হবে তার সন্তান কিভাবে অবসর সময় কাটাচ্ছে, কার সাথে মিশছে। পড়াশুনার পাশাপাশি বই পড়া, খেলাধুলা করা বা সাংস্কৃতিক কর্মকান্ডের মাঝে সন্তানকে ব্যস্ত রাখতে হবে। পারিবারিক পরিচর্যার মাধ্যমেই এ জাতীয় কর্মকান্ডকে প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাইদ বুলবুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন।
২০১১ সালের ২৪ মে কুমিল্লায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা তার জমানো টিফিনের টাকা ও ছোট বোনের একজোড়া কানের দুল বিক্রির টাকা এবং সেনা কল্যাণ থেকে পাওয়া বৃত্তির টাকা দিয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে সংগঠন প্রতিষ্ঠা করে সামাজিক আন্দোলন শুরু করেন। এখন পর্যন্ত ৩৬ লাখ শিক্ষার্থীকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, ধুমপান, মাদক সেবন পরিহার ও দেশপ্রেমি হয়ে গড়ে তুলতে শিক্ষার্থীদের শপথ পাঠ করিয়েছেন।