বাগআঁচড়া প্রতিনিধি
মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বেনাপোলে হিজড়া রেশমাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য জানতে পেরেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ইনচার্জ সুমন ভক্ত এসব তথ্য জানান। সুমন ভক্ত বলেন, হত্যার পর থেকেই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত ছিল। সোমবার প্রধান আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক এ হত্যার কথা স্বীকার করেছে। মাদক ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বে এই হত্যাকা- ঘটিয়েছে বলে জানিয়েছেন তারা। এসময় আসামির স্বীকারোক্তি মোতাবেক বিভিন্ন স্থান থেকে রেশমার আগুনে পোড়ানো ২ টি মোবাইল ফোন, কাপড় চোপড়, হত্যাকাজে ব্যবহৃত সাবল ও লাশ গুমের কাজে ব্যবহৃত কোদাল উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত বেনাপোলের হিজড়া রেশমা নিখোঁজ হন। সোমবার সকালে বেনাপোল কাগজপুকুর কবর স্থানের ভিতর নতুন মাটি তোলা দেখে সন্দেহ হলে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানানো হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও থানার সহায়তায় মাটি খুঁড়ে মেয়ে মানুষের চুল ও পচা লাশের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিকালে ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে।