নড়াইল প্রতিনিধি
নড়াইলে একটি মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে করা হয় ২০ হাজার টাকা জরিমানা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা ও অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. আকরাম হোসেন এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর হোসেন সিদ্দিকী।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের সোনাপুর গ্রামের ফজল আহমেদের ছেলে সোহেল রানা, যশোর কোতোয়ালি এলাকার মৃত ময়েলেস মন্ডলের ছেলে রবিউল ইসলাম,বাবুর আলীর ছেলে সবুজ হোসেন আরমান ও একই এলাকার জুলফিকার আলীর ছেলে তারেক আজিজ সুজন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ এপ্রিল নড়াইল-যশোর মহাসড়কের সীতারামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারের তল্লাশী চালিয়ে ২২৩ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা, রবিউল ইসলাম, সবুজ হোসেন আরমানকে গ্রেফতার করা হয়। এসময় কৌশলে আজিজ সুজন পালিয়ে যায়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তদের দোষ প্রমাণিত হয়। রায়ে রবিউল ইসলাম, সবুজ হোসেন আরমান, সোহেল রানা, তারেক আজিজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। রায় ঘোষণার সময় সোহেল রানা ও তারেক আজিজ আদালতে অনুপস্থিত ছিলেন।