নিজস্ব প্রতিবেদক
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফুলছুদ্দিনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার ভোর রাতে ঝিকরগাছার ব্যাংদা এলাকা থেকে তাকে আটক করা হয়। ফুলছুদ্দিন খা শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের সুলতান খাঁ’র ছেলে। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর একটি মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
র্যাব সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ নভেম্বর গভীর রাতে বিজিবির সদস্যরা শার্শার শিববাস গ্রামের অভিযান চালায় ফুলছুদ্দিনকে আটক করে। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় শালকোনা বিওপির নায়েক বাবর আলী শার্শা থানায় মামলা করেন। তদন্ত করে ২০১৯ সালের ১৩ জানুয়ারি শার্শা থানার এসআই সাহাবুল আলম ফুলছুদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার বিচারক ফুলছুদ্দিন খা’কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডের আদেশ দেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ঝিকরগাছার ব্যাংদা এলাকা থেকে আটক করা হয়। এদিনই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।