নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদক সেবনের সরঞ্জম বিক্রি করার জের ধরে আমিন গাজীকে (৩২) চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে তার আপন ভাই। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে শহরের নাজির শংকরপুর হাজারী গেট এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত আমিন জানান, তার মেঝো ভাই মোস্তফা গাজী (৩৭) দীর্ঘদিন মাদক (বিভিন্ন রকমের ওষুধ বোতলে গুলিয়ে তৈরি মাদক) সেবন করে আসছেন। মাদকের ফেলে দেওয়া পরিত্যক্ত বোতল ছেলে জহির হোসেন কুড়িয়ে তা ভাঙ্গড়ির দোকানে বিক্রি করে। সকালে তার ছেলেকে এনিয়ে বকাঝোকা করে মোস্তফা। পরবর্তীতে বিকেলে এবিষয় নিয়ে তাদের মধ্যে ফের তর্কবিতর্ক হয়। এসময় তার মেঝো ভাই তাকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার ছোট ভাই অমিত গাজী তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার শরীরের বিভিন্নস্থানে কোপানোর চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশংকাজনক। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।