নিজস্ব প্রতিবেদক
যশোরের উপশহর দারুল কোরআন মাদ্রাসায় যাওয়ার পথে সাব্বির হোসেন নামে এক ছাত্র হারিয়ে গেছে। ২১ সেপ্টেম্বর মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। ছয়দিন পার হলেও সে ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ সাব্বির হোসেনের বাবা কামরুজ্জামান জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে জানতে পারেন ছেলে মাদ্রাসায় যায়নি। এরপর নিকট আত্মীয়সহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সাব্বিরের উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য ভালো। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল সাদা রংয়ের পাঞ্জাবি ও পায়জামা। সাব্বির হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি সাব্বির হোসেনের সন্ধান পেলে ০১৯৮৩-২৩৬৯৩২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
