নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদ্রাসা শিক্ষার্থী অপহরণের ঘটনায় শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শফিকুল ইসলাম সদর উপজেলার দাইতলা গ্রামের ইসলাম সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলার দাইতলা কওমি মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামে মেহেদী হাসান প্রেম প্রস্তাব দিতো। রাজি না হওয়ায় কু-প্রস্তাবসহ অপহরণের হুমকি দিতো। গত ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে রওনা করে। পথিমধ্যে তাকে অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় ৫ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেন। কিন্তু থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেনি। ফলে মেয়েটির পিতা আদালতে মামলা করেন। বিচারকের নির্দেশে ৩ এপ্রিল থানা পুলিশ নিয়মিত মামলা হিসেবে রুজু করে। ওই মামলার আসামি শফিকুলকে গতকাল দুপুরে আটক করে পুলিশ। এদিনই তাকে আদালতে প্রেরণ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করেন।