নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
নিজেকে মানবসেবায় উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। শনিবার বিকালে উপজেলার মাগুরা ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় ইউনিয়নের ফুলবাড়ি, ঘোড়দাহ, জয়রামপুর মোড়, কায়েমকোলা বাজারসহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ডা. তুহিন বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আর জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী করেছেন। আমি দীর্ঘদিন চিকিৎসা সেবা করে আসছি। আপনারা যে দায়িত্ব দিয়েছেন এবার নিজেকে মানবসেবায় উৎসর্গ করতে চাই। এজন্য আপনাদের আরও সহযোগিতা আশা করি’।
তিনি আরও বলেন, ‘সকল বিশৃঙ্খলাকারীকে আইনের আওতায় এনে জানমালের শান্তি রক্ষা করা হবে। এই জনপদকে মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত করার জন্য যা করা দরকার করবো’।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোর্ত্তজা ইসলাম বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, জেলা যুবলীগের সহসভাপতি আজহার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকন উপস্থিত ছিলেন।