নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা তালবাড়িয়া ডিগ্রী কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক পুরস্কার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল কলেজের প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। তিনি তার বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতি বিগত ১৭ বছরে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই দেশের ছাত্র এবং যুব সমাজে মেধাশূন্য করে বিপথে পরিচালিত করা হয়েছে। টিকটক, ফেসবুক, মাদক দিয়ে জাতিকে শেষ করে দেওয়া হয়েছে। সমাজে এবং রাষ্ট্র যে অবস্থা প্রচলিত আছে এতে পরিবর্তনের পথে হাঁটতে হবে। কিন্তু বিগত ১৭ বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তারা সেই কাজটি না করে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে এমনই রাষ্ট্র ব্যবস্থা দরকার, যে রাষ্ট্র সকলের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। সর্বোপরি জনবান্ধব গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে সমাজ এবং রাষ্ট্রের সকল অনিয়ম, অনাচার দূর করতে হবে।
অধ্যাপক নার্গিস বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, নিজেদের সাহিত্য, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, খেলাধুলা এবং সাংস্কৃতিক জীবনের অংশ। এগুলোর মাধ্যমে জীবনের নতুন দিক উন্মোচন হয়, নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। সবার আগে মানবিক এবং সহানুভূতিশীল মানুষ হতে হবে। শুধু নিজেকে নয় সমাজের সকলকে ভাবতে হবে। আগামী দিনে দেশের নেতৃত্ব দেবার জন্য এখন থেকে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে। কারণ ছাত্ররা সমাজের অগ্রসরমান একটি অংশ। তাই কেবল লেখাপড়া নয়, জাতিকে সামনে এগিয়ে নিতে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি সব সময় নজরদারি রাখতে হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজের সন্তানদের মত অন্যের সন্তানের প্রতিও যতœবান হতে হবে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথির কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, একুশের পদযাত্রাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। একই সাথে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
কলেজের পরিচালনা পর্যদের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন দাতা সদস্য খলিলুর রহমান, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত সমবায় কর্মমর্তা আজিজুর রহমান ও যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী ও কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য বিএম কামাল আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন।
এসময় আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জিয়া হায়দার, শিক্ষার্থী জান্নাতি খাতুন ও আসাদুল ইসলাম। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলেজে ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ইবাদত খান।