কল্যাণ ডেস্ক
পাবনায় অবস্থিত মানব কল্যাণ ট্রাস্টের জন্য সহযোগিতা কামনা করেছেন ট্রাস্টের চেয়ারম্যান আবুল হোসেন।
শনিবার (১১ মার্চ) প্রেস ক্লাবে মানব কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আবুল হোসেন বলেন, ১৯৯৪ সালে আমি মানব কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠানে আবাসিক ছাত্রের সংখ্যা ১৫০ জন। এর মধ্যে ৫০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ও ১২ জন মূক-বধির। এছাড়া এখানে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে। একটি বঙ্গবন্ধু কর্নারও রয়েছে। কৃষকদের অনুপ্রেরণা দানের উদ্দেশে বিগত ৬ মাস ধরে ধান, পাট ও ভুট্টা বিষয়ে গবেষণা করা হচ্ছে। বিভিন্ন সময়ে চারজন সচিব মানব কল্যাণ ট্রাস্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
ট্রাস্ট সভাপতি বলেন, আমি এখন প্রতিষ্ঠান সংলগ্ন একটি বৃদ্ধাশ্রম ও ফ্রি চিকিৎসা কেন্দ্র করতে চাই। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ প্রার্থনা করছি।
আবুল হোসেন বলেন, প্রতিমাসে ট্রাস্টের ১৫০ জন প্রতিবন্ধী ও ১৬ জন শিক্ষক কর্মচারীদের খরচ বাবদ তিন লাখ টাকা ব্যয় হয়, যা সংগ্রহ করা কষ্টসাধ্য। তাই শিল্পমালিকদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ট্রাস্টে কার্যক্রম পর্যবেক্ষণ করে সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন।
মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব কামরুন্নাহার খানম, দিশা ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজিং ডিরেক্টর নুরুল আমীন প্রমুখ।
আরও পড়ুন: রমজানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী