নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে অমানবিক নির্যাতনের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার খোশালপুর গ্রাম থেকে নির্যাতনকারী ওই ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন খোশালপুর গ্রামের জলিল তরফদারের ছেলে মুহিত তরফদার, মুহিতের ছেলে রাব্বি তরফদার, নুরুল আমিনের ছেলে তারিক মনোয়ার, সানোয়ার হোসেনের ছেলে উসমান আলী ও একই উপজেলার নেপা গ্রামের খায়রুল ইসলামের ছেলে নাজমুল হোসেন।
মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সোমবার বিকেলে ওই এলাকার কাপড়ব্যবসায়ী মহির উদ্দিনের দোকানের সামনে শুয়ে ছিলো ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারী। দুপুর ৩ টার দিকে মহির উদ্দিনের ছেলে রাব্বি হোসেন ওই নারীকে দোকানের সামনে থেকে চলে যেতে বলে। ওই নারী চলে না গেলে তাকে লাঠি দিয়ে গুতা দেয় রাব্বি হোসেন। সেসময় ওই নারী রাব্বীর দিকে ছুটে যায়। পরে দোকান খোলার পর মানসিক প্রতিবন্ধী ওই নারী দোকানে ঝোলানো তালা খুলে ফেললে ক্ষিপ্ত মহির উদ্দিন, তার ছেলে রাব্বি, পাশের দোকানি নাজমুল ওই নারীকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। দোকানের সামনে ফেলে মাথায় আঘাত করা হয়।
এ ঘটনায় একটি ভিডিও স্থানীয় এক যুবক ধারণ করেন। বিষয়টি জানাজানি হলে রাতেই পুলিশ অভিযানে ওই ৫ জনকে আটক করে। মানসিক প্রতিবন্ধীর নারীর পরিচয় না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয় বলে ওসি মাহাব্বুর রহমান জানান ।