নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপবাদ প্রচার ও তা প্রিন্ট দিয়ে বিলি করে মানহানি করার অভিযোগে শার্শার কায়বা ইউপির সাবেক চেয়ারম্যান রবিউলসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার বাগআঁচড়া কলেজ মোড় এলাকার বাসিন্দা ও কায়বা ইউপির সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে শার্শা থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আবদুল্লাহ।
অপর আসামিরা হলো, শার্শার বসতপুর গ্রামের সাদেকের ছেলে ফারুক আহম্মেদ ও রুদ্রপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শহিদুল।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় দীর্ঘদিন ধরে সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের ক্ষতি করার ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় আসামি শহিদুল ও সাবেক চেয়ারম্যান রবিউলের ইন্ধনে গত ৫ মার্চ আসামি ফারুক আহম্মেদ তার ফেসবুক আইডিতে রুহুল কুদ্দুস ও তার ভাইয়ের বিরুদ্ধে একটি মানহানিকর বক্তব্য পোস্ট করেন। এরপর ফারুক ফেসবুকে পোস্ট করা বক্তব্য কালার প্রিন্ট বের করে বিকেলে কলেজ রোড এলাকায় বিলি করেন। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে রুহুল কুদ্দুস তার বিরুদ্ধে প্রিন্ট করা মানহানিকর বক্তব্য বিলি করতে দেখেন। এতে বাধা দিলে আসামিরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। প্রচারপত্র বিলি করে রাজনৈতিক ও সামাজিক সম্মান হানির অভিযোগে তিনি আদালতে এ মামলা করেছেন।