নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা মহান স্বাধীনতা যুদ্ধের একক কৃতিত্ব আত্মাসাৎ করতে চায়, তারা কোন দিন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ক্ষমতায় আসে না। তারা নিজেদের আখের গোছাতে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, সাধারণ মানুষকে একটি দুর্বিঃসহ অবস্থার মধ্যে ফেলে দেয়। জনগণের অন্ন ও বস্ত্রহীন হয়ে থাকার মত অবস্থা সৃষ্টি হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ছিল দেশের সাধারণ মানুষ সকল সুবিধা প্রাপ্তির অগ্রাধিকার হবেন। সাধারণ মানুষের বসবাসের যোগ্য করে তিনি দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন। তাই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লক্ষ্য কিংবা উদ্দেশ্যে নিয়ে বিএনপি রাজনীতি করে না। জনগণের পাশে দাঁড়িয়ে সেবার মানসিকতা নিয়ে বিএনপি রাজনীতি করে।
শীতবস্ত্র বিতরণ শেষে অধ্যাপক নার্গিস বেগম সদর উপজেলা বিএনপি আয়োজিত সুলতানপুর দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।
এদিকে দলের প্রতিষ্ঠার জন্মবার্ষিকী উপলক্ষে যশোর নগর বিএনপি আয়োজিত পৌর সদরের একটি মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে কোরআন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির, বিএনপি নেতা আলাউদ্দিন আলা, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।