নিজস্ব প্রতিবেদক
চেক জালিয়াতির ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও নায্য বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে একটি প্রবাসী পরিবার। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বাঘারপাড়া উপজেলার রায়পুর এলাকার প্রবাসী ইমরুল হোসেনের স্ত্রী রুমি খাতুন বলেন, একই উপজেলার হিংগারপাড়া এলাকার ছাত্তার বিশ্বাসের ছেলে মঞ্জুর হাসান অপুর এজেন্ট মোবাইল ব্যাংকের দোকান রয়েছে। তিনি বিভিন্ন সময়ে রুমি খাতুনের স্বামীর পাঠানো টাকা তুলে দিতেন। এক পর্যায়ে অপু তার সরলতার সুযোগ নিয়ে ব্যাংক থেকে লোন তুলে দেবার নাম করে খালি চেক ও স্টাম্পে স্বাক্ষক করে নেয়। লোন পেতে হলে জমির দলিল দিতে হবে বলে জমির দলিলও অপু জমা রাখে। পরবর্তীতে ব্যাংকের লোন না তুলে দিয়ে ঘুরাতে থাকে। শেষে রুমি খাতুনের নামে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী বাঘারপাড়া আদালত যশোরে অপু চেক জালিয়াতির ১০ লাখ টাকার মামলা করেন। তিনি এই মামলা ও হয়রানি থেকে তার পরিবারকে অব্যহতি প্রদান এবং প্রতারক অপুর বিচারের দাবি করেন।
এ বিষয়ে জানতে মঞ্জুর হাসান অপুর মোবাইল নম্বরে একাধিকবার করলেও তিনি রিসিভ করেননি।