কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ফরহাদ হোসেন (১৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ফরহাদ উপজেলার দুধসরা গ্রামের হঠাৎ পাড়ার আক্তার হোসেনের ছেলে। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখা-পড়া করেছেন। বর্তমানে রং মিস্ত্রির কাজ করছেন।
মৃতের বড় ভাই ফারুক হোসেন বলেন, ‘পারিবারিক কাজ নিয়ে মায়ের ওপর অভিমান করে শনিবার রাত ৯টার সময় বাড়ি থেকে বের হয়ে যায়। ওই রাতেই আমরা তাকে খুঁজতে বের হই। না পেয়ে বাড়িতে ফিরে আসি। ভোরে পাশের বাড়ির সাহিদা খাতুন বাগানে আম কুড়াতে গিয়ে গাছে ফরহাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান।’
ফারুক হোসেন আরও বলেন, ‘মরদেহ দেখে ৯৯৯—এ কল করা হয়। এরপরও পুলিশ না যাওয়ায় থানায় যাই। অনুমতি নিয়ে মরদেহ নামিয়ে রাখা হয়। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।’
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. আজিজ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।