নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
মায়ের শিক্ষাই শিশুর প্রথম শিক্ষা বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার মো. নাসির উদ্দিন। তিনি বুধবার ঝিকরগাছার আঙ্গারপাড়া বহিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, যেমন তেমন শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না। প্রকৃত ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, তাহলে শিক্ষিতরা দেশ ও সমাজের হাল ধরতে পারবে। আর ছেলে-মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে মায়েদের ভূমিকা অগ্রগণ্য। তিনি সকল মা কে তার সন্তানদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে বিশেষ নজর দেবার পরামর্শ দেন।
তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেবার আহ্বান জানিয়ে বলেন, আগামীতে আমি নির্বাচিত হলে এই অঞ্চলে আর কোন কাঁচা রাস্তা থাকবে না।
বিদ্যালয়ের সভাপতি এবিএম শফিউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ ও মাগুরা ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক।
বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বিদ্যালয় পরিচারনা পর্ষদ সদস্য সামছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক বিপ্লব কুমার কুন্ডু।