নিজস্ব প্রতিবেদক
যশোরে ছেলের ছুরিকাঘাতে বাবা মুস্তাফিজুর রহমান মোস্ত (৩৮) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে শহরের টিবি ক্লিনিক মোড় এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা।
আহতের স্বজন হাসান আলী জানান, মোস্তর সাথে তার স্ত্রীর সমিতির কিস্তির টাকা পরিশোধ নিয়ে তর্কবিতর্ক হয়। এসময় তার ছোট ছেলে রুবেল হোসেন (১৬) আচমকা তার বাবাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ জানান, তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনায় রেফার করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এবিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।