নিজস্ব প্রতিবেদক ॥ ভরণ পোষণ না দিয়ে মারপিটের অভিযোগে ছেলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন মা চান্দু বিবি। সোমবার মণিরামপুর উপজেলার ভতরপুর গ্রামের মৃত সেকেন্দার দফাদারের স্ত্রী চান্দু বিবি ছেলে আনিচুরের বিরুদ্ধে এই মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান মামলাটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, চান্দু বিবির ছেলে আসামি আনিচুর রহমান। তার স্বামীর মৃত্যুর পর ছেলে আনিচুর রহমান তাকে ভরণ পোষন না দিয়ে অত্যাচার শুরু করে। আনিচুর নেশায় আসক্ত হওয়ায় প্রায়ই তার মার কাছে টাকা দাবি করে হুমকি ও মারপিট করতেন। তার নামের জমি লিখে দেয়ার জন্য চাপ দিতে থাকেন আনিচুর। গত ১৬ এপ্রিল আনিচুর তার মাকে জমি লিখে দিতে বলেন। রাজি না হওয়ায় মারপিট করে ঘর থেকে বের করে দেন তার মাকে। এরপর ঘরে থাকা ৭৫ হাজার টাকা, গহনা ও মালামাল নিয়ে নেয়। চান্দু বিবির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আনিচুর তাদের খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। চান্দু বিবি চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে তিনি আদালতে এই মামলা করেছেন।