বিনোদন ডেস্ক: দুর্ঘটনায় গুরুতর আহত জনপ্রিয় মার্কিন অভিনেতা জেরেমি রেনার। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের নেভাদায় দুর্ঘটনাটি ঘটে।
মার্কিন গণমাধ্যম ডেডলাইন জানিয়েছে, হাসপাতালে ভর্তির সময় অভিনেতার অবস্থা সংকটজনক হলেও বর্তমান অবস্থা স্থিতিশীল। ঝড়ে জমে থাকা তুষার সরাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
জেরেমি রেনারের মুখপাত্র ডেডলাইনকে দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, রোববার দিনের শুরুর দিকে ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল থেকে তাঁকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়। পরিবারের সদস্যরা অভিনেতার পাশেই আছেন বলেও জানান মুখপাত্র।
নেভাদা অঙ্গরাজ্যের রেনো থেকে প্রায় ২৫ মাইল দূরে জেরেমি রেনারের বাড়ি। অঞ্চলটিতে কয়েক দিন ধরে ভারী তুষারঝড় বয়ে গেছে। ফলে উত্তর নেভাদার প্রায় ৩৫ হাজার বাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ঝড়ের কারণে জমে থাকা তুষার সরাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন জেরেমি রেনার।
এমনিতে নিয়মিতই তুষার আবৃত অঞ্চলে ঘুরতে ভালোবাসেন জেরেমি রেনার। ২০১৫ সালে স্লোক্যাটে (তুষারের ওপর চলাচলের জন্য বিশেষভাবে তৈরি যান) দাঁড়িয়ে একটি ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে।
৫১ বছর বয়সী জেরেমি রেনার প্রায় তিন দশক ধরে অভিনয় করেছেন। ‘দ্য হার্ট লকার’, ‘দ্য টাউন’-এর জন্য দুইবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন রেনার। তাঁকে দেখা গেছে ‘মিশন ইমপসিবল’, ‘থর’, ‘আমেরিকান হাসল’, ‘অ্যারাইভাল’-এর মতো জনপ্রিয় ও প্রশংসিত সিনেমায়। গত বছর ডিজনি প্লাসের প্রশংসিত সিরিজ ‘হক আই’-এর প্রধান চরিত্রে অভিনয় করেন।
জেরেমি রেনার এখন ‘মেয়র অব কিংসটাউন’-এ অভিনয় করছেন। চলতি জানুয়ারি মাসেই সিরিজটির দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া ডিজনি প্লাসের আরেকটি সিরিজে অভিনয়ের কথাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই গোপনে বিয়ে করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!
২ Comments
Pingback: রাজের সঙ্গে আর্জেন্টিনা যাওয়া হলো না পরীমনির - Dainikkalyan
Pingback: ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় মা হওয়া নিয়ে অনুশোচনা নেই আলিয়ার - Dainikkalyan