ঝিনাইদহ প্রতিনিধি
বিদেশের মাটিতেও নিরাপদে নেই প্রবাসীরা। এবার মালয়েশিয়ার একটি শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন শিপন নামে এক যুবক। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার রাতে মালয়েশিয়ার একটি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শিপনের স্ত্রী রুশিয়া বেগম জানান, ঘটনার সময় তিনি বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তামিল ও ইন্দোনেশিয়ার কিছু দুর্বৃত্ত তার রুমে ঢুকে মারধর করে ৭০ হাজার টাকা, প্লেনের টিকেট, একটি দামি মোবাইল ও কাপড়চোপড় নিয়ে যায়।
খবর পেয়ে মালয়েশিয়ার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিকটস্থ পাহাড়ী এলাকায় অভিযান চালালেও মালামাল ও টাকা উদ্ধার করতে পারেনি। স্ত্রী রুশিয়া বেগম আরো জানান, আগামী মার্চ মাসে তার স্বামীর বাড়ি আসার কথা ছিল।