ঝাঁপা প্রতিনিধি
মালয়েশিয়ার সড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে সোহাগ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়। নিহত সোহাগ যশোরের মণিরামপুর উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা।
মালয়েশিয়ায় কাজের সাইটে যাওয়ার সময় গত ১২ রমজান সড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে আহত হন সোহাগ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। সোহাগের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে।