নিজস্ব প্রতিবেদক
যশোরে মাহিন্দ্রা-মোটরসাইকেল সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন শহরের বেজপাড়া আকবারের মোড়ের সিহাব ফরিদি সজিব (৪২), একই এলাকার সামসুদ্দিন (৩৭), মণিরামপুর জয়নগর গ্রামের ফজর আলী (৫৫), একই গ্রামের মেহেদী হাসান টুটুল (৩০), তার ছেলে তাসকিন আহমেদ (০৭) ও বাবা আবুল হোসেন (৬৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় সদরের মুড়লি ব্র্যাক অফিসের সামনে। সিহাব ও সামসুদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জুয়েল হোসেন তাদেরকে ঢাকায় রেফার করেন। ফজর ও টুটুল যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতে ভর্তি রয়েছেন। বাকিরা জরুরি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আহত সিহাবের স্বজন এ্যাড. ইমরান হোসেন জানান, সিহাব ও সামসুদ্দিন ব্যবসায়িক কাজে মোটরসাইকেল যোগে মণিরামপুর যাচ্ছিলেন। প্রতিমধ্যে সড়ক দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢাকায় রেফার করা হয়। তবে তার পরিবারের লোকজন তাদেরকে শহরের কুইন্স হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। এদিকে মাহিন্দ্রার যাত্রী আহত আবুল হোসেন জানান, চিকিৎসার উদ্দেশ্যে মণিরামপুর থেকে মাহিন্দ্রা যোগে ভাই ফজরকে নিয়ে যশোরে একটি প্রাইভেট ক্লিনিকে আসছিলাম। এসময় সাথে ছেলে টুটুল ও পোতাছেলে তাসকিন ছিলো। মাহিদ্রার চালক খুব দ্রুত নিয়ন্ত্রণহীনভাবে চালাচ্ছিলেন। বারবার ধীরগতিতে চালানোর জন্য বলা হলেও তিনি তা কর্ণপাত করেননি। প্রতিমধ্যে দ্রুতগতির একটি মোটরসাইকেলে আঘাত হানে। এতে তিনিসহ মোট ছয়জন আহত হন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহা. আলী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে নিয়ে আসে তাদের মধ্যে সিহাব ও সামসুদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এছাড়াও ফজর ও টুটুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।