আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ধনকুবেরে মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়ের রেশ এখনও রয়ে গেছে। গত বছর জুলাইয়ে রাজকীয় বিয়ের জমজমাট আসর বসেছিল ভারতসহ ইউরোপজুড়ে। এবার শোনা যাচ্ছে আম্বানি পুত্রবধু রাধিকার মা হওয়ার গুঞ্জন।
গুঞ্জন রটেছে রাধিকা মার্চেন্ট নাকি অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, তিনি নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন!
নেটদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এই মুহূর্তে নাকি ৫ মাসের অন্তঃসত্ত্বা রাধিকা মার্চেন্ট। স্বাভাবিকভাবেই, এমন খবর ছড়াতেও সময় লাগেনি। ঘটনা সত্য হোক কিংবা গুঞ্জন, তবে ভক্তরা খুশি এই খবরে।
ভারতীয় গণমাধ্যম বলছে, যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। সঙ্গে রাধিকা ও অনন্ত আম্বানিও ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ রয়েছেন।
নেটিজেনদের আলোচনা, ‘বিয়ের এক বছরের মধ্যেই যদি এই খবরে সত্যি হয়, তাহলে তো সুখবর।’ আবার অনেকে বলছেন, ‘হয়তো নতুন বছরের আগে আম্বানি বাড়ির নতুন অতিথিদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’