কল্যাণ ডেস্ক: বলিউডপাড়ার আনন্দ যেন থামছেই না। আজ ওই তারকার বিয়ে তো কাল আরেক তারকার সন্তান জন্মের খবর শোনা যাচ্ছে। কদিন আগেই মা হয়েছেন আলিয়া ভাট। এবার মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। আজ শনিবার কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। অভিনেতা করন সিংহের সঙ্গে বিয়ের ছয় বছরের মাথায় মা হলেন বিপাশা।
চলতি বছরের আগস্টে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন বিপাশা। কদিন পরপর পোস্ট করতেন নতুন নতুন ছবি। এমনকি মাতৃত্বকালীন ফটোশুটও করেছিলেন। কদিন আগেই পালন করেছেন সাধের অনুষ্ঠান। অনুষ্ঠানের ট্যাগলাইন ছিল ‘একটি ছোট বাঁদর আসছে। আমরা তার জন্যে অপেক্ষা করছি।’
২০১৬ সালের ৩০ এপ্রিল করণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা। এর আগে একে অন্যের সঙ্গে প্রেম চালিয়েছেন।