নিজস্ব প্রতিবেদক
যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়ের ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সহধর্মিণী সাবরিনা শাহরিয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন ও পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন।
সাবেক সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আব্দুল আজিজ, শিক্ষক প্রতিনিধি বদরুজ্জামান, ইমরুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা এবং বিদ্যালেয়র পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থীরা মার্চ পাস্ট করেন। দৌড়, উচ্চ লাফসহ ৪৮টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।