আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। সোমবার (১৮ আগস্ট) দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন ঘোষণা করেছে, আগামী ২৮ ডিসেম্বর থেকে দেশটির সাধারণ নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে এই ভোট অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধী দলগুলো। পাশাপাশি আন্তর্জাতিক মহলও নির্বাচনের প্রক্রিয়াটিকে কঠোর সমালোচনা করেছে।
দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, “২০২৫ সালের ২৮ ডিসেম্বর রোববার থেকে বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে। পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।”
মিয়ানমার ২০২১ সালে সেনাবাহিনী কর্তৃক গণতান্ত্রিক নেত্রী আং সান সু চি’র সরকার উৎখাতের পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত। সে সময় সেনারা ভোট জালিয়াতির অযৌক্তিক অভিযোগ তুলে ক্ষমতা দখল করেছিল।
বর্তমানে দেশটির বিস্তীর্ণ অঞ্চল সেনাদের নিয়ন্ত্রণের বাইরে, যেখানে গণতন্ত্রপন্থি গেরিলা বাহিনী ও শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চল পরিচালনা করছে। তারা ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, নিজেদের এলাকায় তারা ভোটগ্রহণ চলতে দেবে না।
সেনা সরকার দাবি করছে, নির্বাচনই চলমান সংঘাতের সমাধান আনবে। তবে আং সান সু চি এখনও কারাবন্দী। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই ভোটকে “প্রহসন” হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই নির্বাচন কেবলমাত্র সামরিক শাসনকে নতুন রূপে বৈধতা দেয়ার একটি কৌশল।
সূত্র : রয়টার্স