নিজস্ব প্রতিবেদক: যশোরের দৈনিক স্ফুলিঙ্গ সম্পাদক মিয়া আব্দুস সাত্তার ছিলেন সাহসী সম্পাদক। অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। সম্পাদক হলেও নিজে তথ্য সংগ্রহ করে সংবাদ লিখতেন। দায়িত্বশীল সাংবাদিকতা করেছেন এবং শিখিয়েছেন। তার কাছ থেকে সাংবাদিকতা শিখে আজ অনেকে প্রতিষ্ঠিত। গতকাল তার স্মরণসভায় আলোচকরা এসব কথা বলেন।
স্বাধীন দেশের প্রথম আঞ্চলিক সংবাদপত্র দৈনিক স্ফুলিঙ্গ সম্পাদক মিয়া আব্দুস সাত্তারের প্রয়াণে প্রেসক্লাব যশোরের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক প্রভাতফেরীর সম্পাদক ফকির শওকত, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন,
প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নুর ইসলাম, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফরাজী সাঈদ আহমেদ বুলবুল, প্রেসক্লাব যশোরের সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহিদ মনি, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব,
টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাকিরুল কবির রিটন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুনিরুজ্জামান মুনির ও মিয়া আব্দুস সাত্তারের ছোট ছেলে হামিদুল ইসলাম অপু। সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন। শোকসভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য এসএম সোহেল।
শোক সভা ও দোয়া মাহফিলে মরহুমের সন্তানদের মধ্যে দুই ছেলে রাশিদুল আক্তার ববি, হামিদুল আক্তার অপু ও এক মেয়ে তহমিনা সাত্তার পপি উপস্থিত ছিলেন।