সংবাদ বিজ্ঞপ্তি
যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ হোসেন নয়নের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগের সদস্য মিরাজ আলম অভ্রকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরে শহরের শংকরপুর মুরগির ফার্ম গেট এলাকায় এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণের আয়োজন করায় কাউন্সিলর নয়ন মিরাজকে লাঞ্ছিত করেছে বলে জানা গেছে। এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
এদিকে, একাধিক মামলার আসামি সন্ত্রাসী শাহেদ হোসেন নয়ন ওরপে হিটার নয়ন পৌর আওয়ামী লীগের সদস্য মিরাজ আলম অভ্রকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে যশোর পৌর আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে এই ঘটনায় জড়িত শাহেদ হোসেন নয়নকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।