নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার শিববাড়ি এলাকার সাতক্ষীরা ঘোষ ডেয়ারির মিষ্টির হাড়িতে তেলাপোকা ও গুবরেপোকার দেখা মিলেছে। পোকামাকড়ের এমন উপস্থিতিতে চোখ ছানাবড়া হওয়ার উপক্রম হয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার। এই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, একই এলাকার ঘোষ ডেয়ারি প্রোডাক্টেও পাওয়া যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির নমুনা। এই দোকান থেকে আদায় করা হয় ৩ হাজার টাকা জরিমানা।
অভিযান পরিচালনাকালে কারখানা কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে কারখানা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং তৈরিকৃত মিষ্টি যথাযথভাবে ঢেকে রাখাসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো ওয়ালিদ বিন হাবিব জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ওই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে তা আদায় করা হয়। তিনি আরো জানান, যশোরকে নিরাপদ খাদ্য সহায়ক জেলা হিসাবে গড়ে তোলার পদক্ষেপ নেয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সদস্য আব্দুর রকিব সরদারসহ পুলিশের সদস্যরা।