বিনোদন ডেস্ক:
শোবিজ অঙ্গনের মিষ্টি মেয়ে তাসনিয়া ফারিণ। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় সিনেমাতেও কাজ করেছেন তিনি। ভক্তদের কাছে তিনি অমায়িক হাসির রানী এই অভিনেত্রী। তার হাসির ঝলকানি ঘায়েল হয় লাখো তরুণের হৃদয়। শুধু হাসি নয় সাবলীল সংলাপ আর অভিনয় দক্ষতায় নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন তিনি। আজ এই গুণী মানুষটির জন্মদিন।
তাসনিয়া ফারিণ খুলনা বিভাগের মেহেরপুর জেলায় ৩০ জানুয়ারি ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। ‘আবার ফিরবো কবে’ নাটক দিয়ে ২০১৭ সালে ছোট পর্দায় পা রাখেন তিনি। ২০১৮ সালে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে একটি বিজ্ঞাপনও করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে প্রচারিত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ এবং ‘তিথির অসুখ’ কাজের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কারও পেয়েছেন তিনি।
তাসনিয়া ফারিণ অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জ্যান্টলমেন’, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্ম, শিহাব শাহিন পরিচালিত ‘সিন্ডিকেট’।
এছাড়াও আগামী ০৩ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী দেশ ভারতে মুক্তি পেতে যাচ্ছে অতনু ঘোষ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘আরও এক পৃথিবী’। প্রতীক্ষা চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি মুক্তির প্রচারে এখন কলকাতায় অবস্থান করছেন তাসনিয়া ফারিণ।
আরও পড়ুন: শুটিংয়ে দগ্ধ হয়ে হাসপাতালে অভিনেত্রী শারমিন আঁখি