নিজস্ব প্রতিবেদক
‘মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এ স্লোগানকে সামনে রেখে যশোরে আন্তর্জাতিক মীনা দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন ও শ্রমজীবী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে সামাজিক সংগঠন স্বপ্নতরী যশোরের আয়োজনে এবং প্রতিবন্ধী ও সাহায্য সেবা কেন্দ্রের সহযোগিতায় শহরের মুজিব সড়কস্থ প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রে এই অনুষ্ঠান হয়েছে। সংগঠনের সহ-সভাপতি পিন্টু মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা ( উপ-সচিব) আছাদুজ্জামান।
উপদেষ্টা নূরুল আরিফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ ও সাংবাদিক হাবিবুর রহমান মিলন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুর ফাউন্ডেশনের মনিটরি অফিসার জিলানী, হেলথ সার্ভিস প্রোভাইডার জেসমিন আক্তার, কমিউনিটি অর্গানাইজার রুমা খাতুন, প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. প্রজ্ঞা পারমিত রায়, ডা. বাপ্পী সুব্রত কবি শেখর, অফিস সহকারী রোকসানা খাতুন, সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানা, কোষাধক্ষ শাহীনুর আক্তার, সদস্য দেব দীপ, জিহাদ হাসান প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।