সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি: নড়াইলে অপহরণকারীদের দাবিকৃত ১০ লাখ টাকা না দেয়ায় শিশু আরাফাতকে হত্যা করা হয়েছে। এর আগে গত ১২ মার্চ সকালে নড়াইল সদর উপজেলার বোড়ামারা গ্রাম থেকে নিখোঁজ হয় শিশুটি।
খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ওই দিন সদর থানায় জিডি করা হয়। আরাফাত বোড়ামারা গ্রামের ওবাইদুর শিকদারের ছেলে ও পেড়লী দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
যে মোবাইল থেকে অপহারণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল, পুলিশ সেই নম্বর ট্র্যাকিং করে ১৪ মার্চ রাতে অপহরণকারীদের সন্ধান পায় এবং দুজনকে আটক করে। আটককৃতরা হলো বোড়ামারা গ্রামের নাবিল মোল্যা (১৬) ও মিলন মোল্যা (২১)। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের স্বীকারোক্তিতে ১৫ মার্চ সকালে পুলিশ বোড়ামারা গ্রামের শিকদারপাড়া বাঁশবাগান থেকে মরদেহ উদ্ধার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবীর বলেন, আমাদের সহযোগিতায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদ্ধার কাজ পরিচালনা করে।
শিশুর বাবা ওবাইদুর শিকদার বলেন, অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। দাবিকৃত টাকা না দেয়ায় আমার ছেলেকে হত্যা করা হয়েছে। এদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ইন্সপেক্টর শামিম জানান, আসামিদের দেয়া তথ্যমতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।