নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতরকে সামনে রেখে পরিচিত ও অপরিচিত কিশোরদের অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে মুক্তিপণ আদায় করে আসছে কয়েকটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের কয়েকটি টিম ভাগ হয়ে শনিবার অভিযান চালায়। ওই অভিযান থেকে ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, ঘোপ সেন্ট্রাল রোডের মৃত সুরুজের ছেলে রাব্বি, শেখহাটি কালীতলার আব্দুল কাদেরের ছেলে রায়হান ওরফে জাহিদুল,
একই এলাকার মৃত বাবুর ছেলে অপূর্ব হাসান, সাতমাইল দোহরপাড়া গ্রামের মৃত বাবুলের ছেলে শাকিল হোসেন, জেলরোড বেলতলার রাজু আহম্মেদের ছেলে দ্বীপ আহম্মেদ ওরফে আরাফাত ও ঝুমঝুমপুর ময়লা খানার আইয়ুবের ছেলে তৌহিদ। এসময় অপহৃত দুই যুবক বোরহান ও নাজমুলকে উদ্ধার করা হয়েছে। একই সাথে মুক্তিপণ আদায়ের ৮৪০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদরের পাগলাদহ গ্রামের বর্তমানে ঘোপ জেলরোড নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া আব্দুল হাকিমের স্ত্রী আসমা বেগম শনিবার মামলা করেন। মামলায় উল্লিখিতদের আসামি করা হয়।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সফিকুল আলম চৌধুরী বলেন, আসামিরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এদের মধ্যে রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও দ্রুতবিচার আইনের তিনটি মামলা রয়েছে। আরাফাতের বিরুদ্ধে অপহরণসহ ধর্ষনের অভিযোগ, দ্রুত বিচার ও চাঁদাবাজির অভিযোগে তিনটি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন:৩৯ বিঘা জমি নিয়ে বিরোধে মুখোমুখি ব্যারিস্টারপুত্র ও মা