নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যশোর-১ আসন (শার্শা) থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য তবিবর রহমান সরদারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াসের আয়োজনে সোমবার এ উপলক্ষে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোবাশ্বের বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা সরদার কনক, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর মোয়াজ্জেম হোসেন, শহর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামীম জাকারিয়া, শহর আওয়ামী লীগের সদস্য আমিন মীর, কামাল হোসেন হীরা ও আবুল খায়ের, জেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হুদা পানি, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও জেলা যুবলীগ নেতা সাজ্জাদুল হক রিপন, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইব্রাহিম শরীফ বিন্তু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদ হাসান, ছাত্রলীগ নেতা দ্বীপ, হৃদয়, মেহেদী, যুবলীগ কর্মী সজীব পাটোয়ারী, মুস্তাকিম প্রমুখ।