নিজস্ব প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৭১ সালে যুদ্ধকালীন যশোর রোডের শরণার্থীদের যুদ্ধবিভীষিকা, অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধচিত্র নিয়ে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচনা করেছিলেন কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। এটি শুধু একটি কবিতাই নয়, বাঙালির আত্মত্যাগের একটি মূল্যবান উপাখ্যানও। আর সেই কালজয়ী কবিতা অবলম্বনে গীতি নৃত্যনাট্য মঞ্চাস্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে সাংস্কৃতিক সংগঠন শেকড়ের সদস্যরা এটি মঞ্চায়ন করেন। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন যশোর জেলা প্রশাসন।
‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতা অবলম্বনে গীতি-নৃত্যনাট্যটি মঞ্চায়নের সময়ে পুরো মঞ্চটি মহান মুক্তিযুদ্ধের প্রতীকী সময়ে জন্ম নেয়। ৫০ জন সাংস্কৃতিক শিল্পীদের আধা ঘণ্টায় পরিবেশিত ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ নাটকে বাঙালিদের ওপর ব্রিটিশদের নির্যাতন থেকে শুরু করে ৫২ ভাষা আন্দোলন, মহান মুক্তযুদ্ধইতিহাস ও যুদ্ধকালীন সময়ে যশোর রোডে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধচিত্র ঘটনাপ্রবাহের প্রতীকী মঞ্চায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে আন্দোলিত করে। উপস্থিত জেলা প্রশাসকসহ অতিথিরা প্রাণবন্ত এবং মনোমুগ্ধকর উপস্থাপনা গীতি-নৃত্যনাট্যটি দেখে অনেকের চোখ ছলছল হয়ে ওঠে। নাটকটি নির্দেশনায় ছিলেন শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু।
