নিজস্ব প্রতিবেদক
রাশেদ মেননকে সভাপতি এবং শেখ রিপন উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক করে জাতীয় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ যশোর জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ১১ জানুয়ারি কেন্দ্রীয় সভাপতি জান্নাতুল ফেরদৌস কেয়া মনি ও সাধারণ সম্পাদক কামাল হোসেন এই কমিটির অনুমোদন দেন।
৭১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরো রয়েছেন, সিনিয়র সভাপতি লাল্টু সর্দার, সহ-সভাপতি শফিকুল ইসলাম, আবুল হাসুন, আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বাদশাহ ফয়সাল, মমিনুল রহমান, রাজ হোসেন, তানিয়া সুলতানা নুপুর, জাফর মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সাবুরুর রহমান সাবু, জলি আফরোজ, সিদ্দিকুর রহমান প্রমুখ।
এছাড়াও কমিটিতে উপদেষ্টা হয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর পৌরসভার ৪ ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, সদর উপজেলার সহ-সভাপতি কাজী উপাল, ভাইস চেয়্যারম্যান আনোয়ার হোসেন বিপুল ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কেরামত মোল্ল্যাকে।