নিজস্ব প্রতিবেদক: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গা জেলার গেজোটধারীগণ কর্তৃক দাখিল করা আপিল সমূহের যাচাই-বাছাইকরণ অনুষ্ঠিত হবে।
আগামী ১৭ নভেম্বর সকাল ৯ টায় যশোর সার্কিট হাউজে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। আপিলসমূহের যাচাই করবেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ডা. আব্দুস শহীদ এমপি।

