নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত হলো যশোর টাউন হল ময়দানে মুক্তির উৎসবের মেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। গত ১৭ মার্চ মেলার উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মেলায় ৪০টি সরকারি ও ৫টি বেসরকারি প্রতিষ্ঠান স্টল দেয়। তাদের মধ্যে ৭ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে রয়েছে গণপূর্ত অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, প্রতিবন্ধী সেবা, পানিসম্পদ বিভাগ, পল্লী বিদ্যুৎ, প্রাণিসম্পদ অফিস ও জেলা মৎস্য অফিস।