নিজস্ব প্রতিবেদক
যশোরের মুক্তেশ্বরী নদীর শাখা দিয়ে বিল হরিণার পানি নিষ্কাশন অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ দাবিতে শহরতলীর ভাতুড়িয়া অঞ্চলের মানুষ রোববার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চাঁচড়ার ভাতুড়িয়া অঞ্চলের মধ্য দিয়ে বয়ে যাওয়া মুক্তেশ্বরী নদীর একটি শাখা ১৯৯৫ সাল থেকে প্রভাবশালী এক ব্যক্তি জালিয়াতি ও কারচুপি করে দখলে নেয়। এরপর তারা দুই প্রান্তে বাঁধ দিয়ে নদীর পানির প্রবাহ বন্ধ করে দেয়। এতে বৃহত্তর হরিণা বিলসহ আশপাশের কয়েকটি বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। হাজার হাজার একর জমি বর্ষা মৌসুমের পানিতে ডুবে যায়।
অভিযোগ মতে, এ অবস্থায় এলাকাবাসী আদালতে গেলে সরকারি নদীতে বাদ দিয়ে প্রবাহ আটকানো যাবে না মর্মে রায় পান। কিন্তু দখলদার ক্ষমতার দাপটে সেই আদেশ কার্যকর করতে দেয়নি বরং ভুক্তভোগীদের নামে হামলা-মামলা দিয়ে হয়রানি করেছে। পরবর্তীতে ২০০৭ সালে এবং ২০২৪ সালে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি। বর্তমানে এলাকাবাসী মুক্তেশ্বরী নদীর দখলকৃত শাখাটির বাঁধ অবমুক্ত করে হরিণা বিলের হাজার একর জমির জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করেছে। এ খবরে সেই দখলদার প্রশাসনের সহযোগিতায় এলাকার অনেককেই ভয়-ভীতি দেখাচ্ছেন।
মুক্তেশ্বরী নদী দিয়ে হরিণা বিলের পানি নিষ্কাশন অব্যাহত রাখা এবং প্রশাসনিক হয়রানি যাতে না হয় এজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেন, চাঁচড়া ইউপি চেয়ারম্যন শামীম রেজা, ভাতুড়িয়া ওয়ার্ডের মেম্বর শফিয়ার রহমান, স্থানীয় মাসুদুর রহমান টিটো, মো. মাসুদ, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, নিতাই রায়, পবিত্র রায় ও রবিন বর্মন।