নিজস্ব প্রতিবেদক
যশোর-বেনাপোল সড়কের গাছ এবং মুক্তেশ্বরী নদী রক্ষার দাবিতে নাগরিক অধিকার আন্দোলন শনিবার পুলেরহাট এমএল মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলেরহাট এমএল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ। বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক মহিদুল হক খান বাপ্পী, নাগরিক অধিকার আন্দোলন যশোরের সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, এডভোকেট আহসান উল্লাহ ময়না, আরবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহারুল ইসলাম, চাঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান শামীম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, আনোয়ারুল ইসলাম অনু, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
আদ-দ্বীন ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক সড়কের গাছ কর্তন, নদীর ও বিদ্যালয়ের জায়গা দখল করে সড়ক সংলগ্ন এলাকায় প্রাচরীর নির্মাণের প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:গরম না আসতেই যশোরে লোডশেডিং, ভোগান্তি শুরু